February 15, 2025, 6:37 am
রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —
গতকাল শনিবার সকাল থেকে দিনব্যাপী গাইবান্ধা বাসস্ট্যান্ড সংলগ্ন নাসা কনভেনশন কমিউনিটি সেন্টারে গাইবান্ধায় কবিদের মিলনমেলা ও সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।
‘ভূ-প্রকৃতি ও আঞ্চলিকতার প্রেক্ষাপটে গাইবান্ধার ভাষায় আলাদা একটা মিশ্রণ আছে। যে কারণে গাইবান্ধার সাহিত্যে ভিন্নতর আমেজ পাওয়া যায়। বিশ্বাস, ঐতিহ্য এবং দেশপ্রেমকে ধারণ করে আধুনিকতার নিরিখে সাহিত্য রচনা করতে হলে, ব্যাপক অধ্যয়ন দরকার। বিশ্বায়নের প্রভাবে নতুন প্রজন্মের সাথে সাথে বড়রাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যান্ত্রিক নির্যাতন থেকে জাতিকে রক্ষা করতে হলে লেখক গবেষক সাহিত্যিকদের এগিয়ে আসা জরুরি জাগ্রত সাহিত্য পরিষদ গাইবান্ধার আয়োজনে সাহিত্যিকদের মিলনমেলায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ।
শিশুসাহিত্যিক কবি মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূরের সভাপতিত্বে এবং কবি মোঃ মামুনুর রশিদ মন্ডল এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের সভাপতি কবি মোঃ আমিনুল ইসলাম, কবি নাসরিন রেখা, নদী বিষয়ক গবেষক কবি এ কে এম ফেরদৌস আলম, সাবেক বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা প্রবীণ লেখক কবি সুলতান উদ্দিন আহমেদ, কবি আবদুল হাদি, কবি আবুল কাশেম ইয়াসবির, দৈনিক গাইবান্ধার দর্পণ সম্পাদক সাংবাদিক কবি শফিউল ইসলাম, জনতা পাঠাগারের পরিচালক কবি লেখক লিপু রহমান, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক কবি,সাংবাদিক, লেখক, সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন উপস্থিত সকল কবি বৃন্দ যথাক্রমে নিরু আরজুমান লাভলী, মিজান আহসান, অঞ্জলী রানী দেবী, আবুল কালাম আজাদ, জান্নাতুন নাঈম, তায়েব হোসেন, এম এ মমিন মিয়া, একরামুল হক, মোহসীন আলী, নাবিল আহমেদ, আমিনুল ইসলাম, আকতারুজ্জামান সুলতান, আবু তাহের, রিয়াদ হাসান, আসাদুজ্জামান ছোয়াদ, দিলার হাসান, নাজিদ মিয়া, মানিক লাল সরকার, সানজিদা আক্তার, মাসুম আবদুল্লাহ, মমতা রানী চাকী, ডা: ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম আজাদ, মুরসালিন সুলতানা মীম, সুমাইয়া আক্তার স্নিগ্ধা, রোকাইয়া জাহান রুকু, মাহিশা ফারজানা মিশু, আশিক বিন ফারাবি, মাসউদ রানা ইরফান, সুমাইয়া নূর, মাহফুজুর রহমান মাহফুজ, শহিদুর রহমান, মোর্শেদা বেগম, সহিদুর রহমান সাইজী, আহসানুল হাবিব, আনোয়ার রশিদ, জাহিদুল ইসলাম, মাসুদ রানা, ফিরোজ কবীর, আবদুল লতিফ, তাপস মন্ডল, ময়নুল হোসেন, আসাদুজ্জামান আসাদ, আহাদ খন্দকার, আরিফুর রহমান সোহাগ, কুসুম কলি, জান্নাতুল ফেরদৌসী জেমি, শাহনাজ পারভীন শেলী, শরীফা ইসলাম রানী, নাজিরা জাহান, হারুন মোহাম্মদ আফজাল, মাজহারুল ইসলাম, ময়নুল ইসলাম মন্ডল, হাফিজার রহমান, মোকছেদ আলী, আল আমিন মোহ, অর্পণ ঠাকুর, রাসেল আহমেদ, কামরুন নাহার বেলা, রফিক উদ্দিন আহমেদ ডিজু, শফিউল ইসলাম, এম এ মমিন প্রমুখ। কবিতার পাশাপাশি গানের সুরে মাতিয়ে রেখেছিলেন শিল্পী মাসুম আবদুল্লাহ, মানিক লাল সরকার, আহসানুল হাবিব, নাজির হোসাইন আনোয়ার, জাকিরুল ইসলাম প্রমুখ।
আয়োজনে ৬ জন কুইজ বিজয়ীকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। গাইবান্ধাসহ অন্যান্য জেলা থেকে আগত শতাধিক কবি সাহিত্যিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন আয়োজনে ঘোষণা দেন আগামী নভেম্বর মাসের ২৫ তারিখ শুক্রবার দিনব্যাপী সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর জাতীয় সম্মেলন লেখক পাঠক মিলনমেলা রংপুরে অনুষ্ঠিত হবে , রেজিষ্ট্রেশন করতে জয়িতা নাসরিন নাজ প্রতিষ্ঠাতা সভাপতি সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাথে ০১৭১৬৪৮৭০৯৬ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।