January 15, 2025, 10:38 am
মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অর্ধগলিত এক ব্যাক্তির লাশ উদ্ধার নাচোল থানা পুলিশ। মৃত ব্যাক্তি জেলার শিবগঞ্জ উপজেলার লাওঘাটা গ্রামের মৃত সেফাতুল্লার ছেলে মংলু (৬২)বলে জানাগেছে।
নাচোল থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, আজ বৃহস্প্রতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নাচোল উপজেলা ফতেপুর ইউনিয়নের আলীশাহপুর আল আমিনের পেয়ারা বাগানের পাহাদার মংলু্র অর্ধগলিত লাশ এলাকাবাসী দেখতে পায়। পরে এলাকাবাসী বাগান মালিক আল আমিন ও পুলিশকে খবর দিলে পুলিশকে খবর দিলে, ঘটনা স্থলে পৌঁছে লাশের সুরতরহাল করে থানায় নিয়ে আসে পুলিশ।
বাগান মালিক আল আমিন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল বুধবার থেকে তার সাথে ফোনে যোগাযোগ বন্ধ হলে আমি আজ পেয়ারা বাগানে আসার জন্য বের হয়ে আসি। বাগানে পৌঁছার আগেই এলাকা বাসী ফোন করে আমাকে মংলুর মৃত্যুর কথা জানান। এসে মংলুর লাশ দেখতে পাই এবং পুলিশকে খবর দিই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসল আজম ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।
এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এবং নাচোল থানায় একটি ইউডি মামলা হয়েছে।