February 11, 2025, 9:28 pm
মোংলা প্রতিনিধি।
সুন্দরবনের কঞ্চির খাল এলাকা থেকে ৩৩৭ টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বনবিভাগ। এ সময় চোরা হরিণ শিকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়, তাদেরকে সনাক্তের চেষ্টা করছেন বনবিভাগ। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের মরা পশুর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মোল্লা জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে বেরিয়ে পড়েন তারা। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তিনিসহ সঙ্গীয় বনপ্রহরীরা মরাপশুর ও জোংড়া টহল ফাঁড়ির বর্ডার এলাকার কঞ্চির খাল এলাকার বনের মধ্যে লোকজনের আনাগোনা টের পান। তখন তারা পায়ে হেটে বনের গহীনে প্রবেশ করলে চোরা শিকারীরা দৌঁড়ে খাল সাতরিয়ে বনের গহীনে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে চোরা শিকারীদের ফেলে যাওয়া একটি বস্তায় থাকা ৩৩৭টি লাইলনের দঁড়ির ফাঁদ জব্দ করেন তারা। বন কর্মকর্তা মিজানুর রহমান মোল্লা বলেন, দুইজন চোরা শিকারী কঞ্চির খাল সংলগ্ন বনের ভিতরে হরিণ শিকারের ফাঁদ পাতার প্রস্তুতি নিচ্ছিল। আমাদের টহল দল দেখে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরে তাদের ফেলা যাওয়া ৩৩৭টি ফাঁদ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে, চিহ্নিত করা গেলেই তাদের বিরুদ্ধে বন আইনে পিওআর (প্রসিকিউশন ওপেনস রিপোর্ট) মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।