January 21, 2025, 12:44 pm
দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কাল্ব) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের অশিক্ষিত বলায় বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।
বীরগঞ্জ পৌর শহরের কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১৪ অক্টোবর শনিবার সকাল ১০টায় ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ১৪ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সমবায় অফিসার শেখ মোঃ হারুন-অর-রশিদ।
সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বার্ষিক আয় ব্যায় প্রতিবেদন পেশ এর মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুজালপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম মাষ্টার, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আব্দুল বাসেদ, কাল্ব লিঃ উপজেলা ব্যবস্থাপক মিন্টু কুমার দে বক্তব্য রাখেন।
সাধারন সদস্যদের মধ্যে বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, দক্ষিন পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব লাবু, শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষক আবুল কাশেম, শিক্ষক রনজিৎ কুমার বক্তব্য রাখেন।
সভায় সদস্যরা আয়-ব্যায় এর হিসাবের গড়মিল তুলে ধরেন এবং পাশাপাশি প্রধান অতিথি শিক্ষকদের অশিক্ষিত বলায় শিক্ষকদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখাদিলে হট্টগোল শুরু হয়। এসময় প্রধান অতিথি দিনাজপুর জেলা সমবায় অফিসার শেখ মোঃ হারুন-অর-রশিদ শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
মোঃ নাজমুল ইসলাম (মিলন)
দিনাজপুর প্রতিনিধি।