September 21, 2024, 3:11 am
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
১২ অক্টোবর বুধবার সকাল ১১টায় নগরীর কসমোপলিটন আবাসিক ১১নং রোডস্থ দারুত তাকওয়া হিফজ মাদরাসা হলরুমে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর উত্তর জেলা কমিটি গঠন বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা আবদুর রশীদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামালুদ্দিন তাওহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ তালুকদার, হাফেজ মাওলানা আহসান হাবীব।
বিভাগীয় দায়িত্বশীলগনের যাচাই-বাছাই শেষে চট্টগ্রাম মহানগর উত্তর জেলার নতুন কমিটির সভাপতি নির্বাচিত হলেন মাওলানা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আশেক ইলাহী, সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী আমান উল্লাহ দৌলত, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবু ছাবের।আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তর জেলা কমিটির নতুন পুরাতন আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তর জেলা কমিটির নতুন-পুরাতন অন্যান্য দাও অন্যান্য দায়িত্বশীলগণ ও সদস্যরা। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।