March 21, 2023, 7:55 am
খাগড়াছড়ি প্রতিনিধি।
শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণ এবং অধিকার আদায়ের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে আলোচনা সভা ও কেক কেটে দিনটি পালন করা হয়।
বুধবার (১২ অক্টোবর) সকাল ৯ টার সময় পানছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃমনিরুজ্জামান,আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি অরুণ শীল,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আবাদ,সাধারণ সম্পাদক মনির হোসেন, শ্রমিক লীগের সভাপতি আবদুল হাই,সহ সভাপতি মুস্তফা কামাল, সাধারণ সম্পাদক মোঃ মামুন,সাংগঠনিক সম্পাদক মেলাধন ত্রিপুরা।
এই ছাড়াও শ্রমিক লীগের সদস্য মোঃমামুন,শামিম,মিলন,কামরুজ্জামান সুমন,সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাবির ফয়সালসহ বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন।