March 16, 2025, 11:33 pm
আরিফ রববানী ময়মনসিংহ।
জাতীয় সংসদেদ বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বেগম রওশন এরশাদ এমপি বলেছেন- সকল মতবেদ ভূলে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন- আগামী ২৬নভেম্বর জাতীয় মহা সম্মেলন সফল করতে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। সে লক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন বেগম রওশন এরশাদ এমপি। বৃহস্পতিবার (১৩অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহের সুন্দর মহলস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে মহা সম্মেলন করতে ময়মনসিংহ জেলা, মহানগর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ কে আর ইসলাম। অষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বিল্লাল হোসেন মেম্বারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম,জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি এড এম এ বারী, নুর মোহাম্মদ নুরু,সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী তালুকদার, সহ সাধারণ সম্পাদক লাল মিয়া লাল্টু, মহানগর জাতীয় পার্টির অন্যতম সদস্য-আফজাল হোসেন হারুন, শাহজাহান মিয়া,বিল্লাল হোসেন প্রমুখ। জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আবু বকর ছিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- মহানগর জাতীয় পার্টির সদস্য কাউসার আহমেদ,পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার,ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী,জাপা নেত্রী রেখা রাণী, মহিলা ইউপি সদস্য ইসমত আরা,চরনিলক্ষা ইউপি সদস্য রাণী আক্তারসহ জাতীয় পার্টির জেলা,মহানগর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি-সাধারন সম্পাদক সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।