March 28, 2023, 3:10 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শ্রমীকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সদরের আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি এ্যাড.আবুল কাসেম সরদারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবাষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ.রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদার, সাধারন সম্পাদক গোলাম নবী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ প্রমুখ। আলোচনা সভা শেষে পরে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।