January 14, 2025, 10:43 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালীটি বের হয়ে উপজেলার সকল সড়ক ঘুরে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,উপজেলা
মহিলা আওয়ামীলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম মাসুমসহ প্রমুখ।