February 15, 2025, 4:56 pm
এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনা জেলার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মোঃ তরিকুল ইসলাম যোগদান করেছেন। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। বিসিএসের ৩৪তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তিনি । সোমবার দুপুরে বিদায়ী ইউএনও মোঃ রওশন আলীর কাছ থেকে মোঃতরিকুল ইসলাম চার্জ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। এদিন সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে পৌঁছালে নতুন ইউএনও মোঃ তরিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা কৃষি অফিসার মো.রাফিউল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.জিল্লুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল ইসলাম, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে সদ্য বিদায়ী ইউএনও মো.রওশন আলী চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউএনও হিসেবে যোগদান করবেন। নতুন ইউএনও মোঃ তরিকুল ইসলাম সুজানগর উপজেলা থেকে বাল্যবিবাহরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মুল করতে কাজ করবেন বলে জানিয়েছেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বপালনকালে সরকারের উন্নয়নমুলক কাজ ও শিক্ষা নিয়ে কাজ করতে উপজেলার সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।