February 15, 2025, 3:51 pm
নিজস্ব প্রতিনিধিঃ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাবু বিকাশ দাশ গুপ্তের নিজ বাড়ি রাউজান পৌরসভার ৬নং ওয়াডের শ্রী শ্রী শারদীয় দুর্গা পুজার উপলক্ষে নিজ পারাই বস্ত্র বিতরণ করা হয়েছে। বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিকাশ দাশ গুপ্ত। এসময় উপস্থিত ছিলেন
বাবু মিলন দাশ গুপ্ত, তপন দাশ গুপ্ত,নিজাম উদ্দীন সিকদার,বর্নমালি দাশ গুপ্ত, কাঞ্চন দাশ গুপ্ত সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। বস্ত্র বিতরণ কালে বিশিষ্ট সমাজসেবক বিকাশ দাশ গুপ্ত বলেন, অসম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে
নিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে৷ কিছু উগ্রপন্থি কিছু ব্যক্তি দেশে এখনো অরাজকতা করে যাচ্ছে। তাদের থেকে সকলে সজাগ থাকতে। হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ উৎসব শারদীয় দুর্গা পুজায় নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।