March 28, 2023, 2:25 pm
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি //
পিরোজপুরে নেছারাবাদে “স্বরূপকাঠি গ্রন্থাগার” এর উদ্যোগে আগষ্ট মাসের বিষয় ভিত্তিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ” বিষয়ে সাধারণ জ্ঞান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় গ্রন্থাগারের হল রুমে প্রধান অতিথি নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন।
এ সময় গোলাম হাফিজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, আমিনুল ইসলাম তালুকদার, সিনিয়র সহকারী শিক্ষক, সরকারী স্বরূপকাঠী পাইলট মডেল মা: বি: ও আজীবন সদস্য,
স্বরূপকাঠী গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মো: মনিরুল ইসলাম রনি, আব্দুল কাদের জিলানি,রাজিব,
লিটন,মাসুম,নাসির, মৃত্যুঞ্জয় ঘোষ এবং পুরস্কার বিজয়ী বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা।
পুরস্কার বিতরণ শেষে স্বরূপকাঠী গ্রন্থাগারের এক যুগ পূর্তি উপলক্ষ্যে কেক কাটা।