February 15, 2025, 8:53 pm
বায়জিদ হোসেন, মোংলা:
কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা নিয়ে এসেছিলেন
হযরত মোহাম্মদ (সা.) । হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ ও বিচক্ষণতা বর্তমান বিশ্বে জাতিতে জাতিতে সংঘাত-সংঘর্ষ নিরসনে সহায়ক ভূমিকা রাখতে পারে। তাঁর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। তৎকালীন আরব সমাজের অন্যায়, অবিচার, অসত্য ও অন্ধকারের বিপরীতে তিনি মানুষকে আলোর পথ দেখান এবং প্রতিষ্ঠা করেন সত্য, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা। সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি তিনি নারীর মর্যাদা ও অধিকার, শ্রমের মর্যাদা এবং মনিবের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট ভাষায় দিকনির্দেশনা দিয়েছেন। বিদায় হজের ভাষণ সমগ্র মানবজাতির জন্য চিরকালীন দিশারী হয়ে থাকবে। মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিলে মোংলা পোর্ট পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান এ কথা বলেন। রবিবার (৯ অক্টোবর) বাদ আছর পৌরসভার কনফারেন্স রুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় ইসলামের তাৎপর্য তুলে ধরে মেয়র বলেন, ইসলাম ধর্ম মানে শান্তি ধর্ম। পৃথীবীতে আল্লাহ ও নবীজির অনুসরণ করতে হবে, তাহলেই পরকালে জান্নাতে প্রবেশ করা যাবে না। পবিত্র মিলাদুন্নবী (সা.) মানেই সব মাখলুকাতের জন্য রহমত। এ রহমতের শ্রুত ধারায় অবিচল থাকাই হচ্ছে ইমান। নবীজি (সা.) এর প্রতি পূর্ণাঙ্গ মহব্বত মুমিনের জন্য ফরজ আর এটাই হলো ঈমান। দোয়া মাহফিলে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা পোর্ট পৌরসভার স্বাস্থ্য সহকারী মাসুদ আলম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম শরিফ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জি এম আল আমিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা হোসেন চানু, জোহরা বেগম, মোংলা পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এর একান্ত সহকারী মোঃ ফাহিম হাসান অন্তর, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ হোসেন রনি ও মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মোংলা থানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম।