February 15, 2025, 5:23 pm
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে আগৈলঝাড়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সচেতনতা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধ আব্দুর রইচ সেরনিয়াবাত, বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন রাজিহার ইউপির চেয়ারম্যান ইলিয়াস তালুকদার ও বাকাল ইউনিয়নের চেয়ারম্যান বিপুল দাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম সহ উপজেলার ইলিশ মাছের পাইকারি ও খুচরা ব্যাবসায়ীগন, মৎস্যজীবী জেলেগণ। উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ, ইউপি সচিবগন, মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।আগামী ০৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মোট ২২ দিন ইলিশ মাছ ধরা, ক্রয় বিক্রিয়, মজুদ, পরিবহন সম্পূর্ণরুপে নিষিদ্ধ।