August 10, 2025, 10:32 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
চট্টগ্রামে অ-স্ত্র উ-দ্ধার, মা-দক দ-মন ও কিশোর গ্য-াং ধ্বং-সে অ-ভিযানের সিদ্ধান্ত সাংবাদিক তুহিন হ-ত্যার বি-চারের দা-বিতে মুরাদনগরে  বাংলাদেশ সাংবাদিক সমিতির মা-নববন্ধন ৮০ নং শাহাপুর পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষকের অ-পসারনের দা-বিতে মা-নববন্ধন গোপালগঞ্জ সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট টিমের নতুন কমিটি ঘো-ষণা রুপলালের লা-শ মহা-সড়কে রেখে বিচা-রের দা-বিতে স্থানীয়দের মহা-সড়ক অ-বরোধ আশুলিয়ায় ৮টি অটোরিকশাসহ দুই চো-র গ্রে-ফতার সাংবাদিক তুহিন হ-ত্যা মা-মলার আ-সামিদের দ্রু-ত গ্রে-ফতার-অ-ভিযানিক দল পুরস্কৃত সারাদেশে ভে-জাল ও মে-য়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে অনেকেই কোটি কোটি টাকার মা-লিক আশুলিয়ায় ৫ বছরেও নাজমা গ-ণধর্ষণ ও হ-ত্যা মাম-লার বি-চার পায়নি ভু-ক্তভোগী পরিবার সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের ব-হিষ্কারাদেশ প্র-ত্যাহারের দা-বিতে মা-নববন্ধন
ক্ষেতলালে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

ক্ষেতলালে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাট ক্ষেতলালে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফজলুর রহমান (৫০) নামের ওই ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। (৭অক্টোর) শুক্রবার রাতেই এ ঘটনায় ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ফজলুর রহমান ক্ষেতলাল উপজেলার রামপুরা গ্রামের মৃত আজিমের ছেলে।

স্থানীয় সূত্রে যানা গেছে, আটক ফজলুর রহমান উপজেলার গ্রাম অঞ্চলের এক গৃহবধূকে (২১) দীর্ঘ দিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে ওই গৃহবধূ রাতের খাবার গুছিয়ে নিচ্ছে এ সময় ফজলুর কৌশলে তার শয়নকক্ষে ঢুকে ঝাপটে ধরে ঐ নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ফজলুরকে হাতেনাতে আটক করে। পরে শুক্রবার (৭আগস্ট) রাতে স্থানীয়রা অভিযুক্তকে থানা পুলিশে সোর্পদ করেন। শুক্রবার রাতেই নির্যাতিত নারীটি বাদী হয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফজলুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিবাদী পক্ষের স্বজন মাছুম বলেন, ফজলুর আমার চাচা তিনি ঐ গৃহবধূকে ধর্ষন চেষ্টা করেনি৷ আমার চাচার কাছ থেকে মেলা করার জন্য টাকা চেয়েছিলো ওই মহিলা সেই টাকা লেন দেনের ঝামেলা হওয়াই চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে৷৷
স্থানিয়রা আরও বলেন, এ ঘটনার সময় মেয়েটি মীমাংসা করতে চেয়েছিলো মামলা করতে চায়নি তার স্বামী মোটা অংকের টাকা দাবি করে তার দাবি পূরণ না করায় সাজনো মামলায় ফাঁসানো হয়ছে ফজলুরকে৷
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন ইয়াজিদনী গৃহবধূর বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে ওই নারী তার বাচ্চাকে দুধ পান করিয়ে শোয়ার প্রস্তুতি নিলে ঐ বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায় ফজলুর। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD