February 15, 2025, 4:11 pm
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধি।
আগামী ২রা নভেম্বর আসন্ন ইউপি নির্বাচনে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বড়তারা ও তুলসীগঙ্গা (২টি) ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ইউপি ২টিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বড়তারা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে বড়তারা ইউনিয়ন আ’লীগের সভাপতি, নৌকা প্রতীকে দুইবারের নির্বাচিত ও স্বর্ণপদক প্রাপ্ত বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দীন ফকির এবং তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে ক্ষেতলাল উপজেলার সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব বজলুর রহমান খান।
গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় আ.লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত তালিকা প্রকাশ পায়। গণভবনে আ.লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা থেকে মনোনয়ন নিয়ে ফেরার পথে গতকাল বিকেলে জয়পুরহাট জেলার প্রবেশ পথ বাঁশের ব্রিজে ফুলের মালা দিয়ে নৌকার মাঝিদের বরণ করে নেওয়া হয় এবং কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা রায়হান আলমের নেতৃত্বে শত শত মোটর সাইকেল শোডাউন দিয়ে নৌকার মাঝিদের বরণ করে নির্বাচনী এলাকায় নিয়ে আসে।