March 18, 2025, 2:43 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের গৌরনদী ৩ অক্টোবর সোমবার রাত ৮ টায় শারদীয় দূর্গাপূজা ২০২২ উপলক্ষে আইন শৃঙ্খলা ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ফোর্সের ডিউটি তদারকী ও পূজা পন্ডপ সমূহের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বরিশাল জেলার গৌরনদী থানাথীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরিদর্শনের সময় পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলামের সহধর্মিণী,
গৌরনদী সার্কেলের এডিশনাল এসপি এসএম আল বেরুনী,
গৌরনদী সার্কেলের এডিশনাল এসপি এসএম আল বেরুনীর সহধর্মিণী, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরি,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হেলাল উদ্দিন, গৌরনদী থানার অফিসার,ফোর্সসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং অনান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সহ অতিথিবৃন্দ সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সদ্ভাব বজায় রেখে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের বিষয় তাঁদের বক্তব্য তুলে ধরেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।