January 14, 2025, 10:27 pm
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি //
পিরোজপুরে ন্যাশনাল পিপলস্ পার্টি(এনপিপি)র জেলা
রাজনীতি ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর সোমবার এনপিপির স্বরূপকাঠির দলীয় কার্যালয়ে বিকাল ৫ ঘটিকার সময় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় আগামী ১৯শে নভেম্বর ২০২২ এনপিপি এর জাতীয় কাউন্সিলকে সফল করার লক্ষ্যে থানা পর্যায়ে দলের জন্য সদস্য সংগ্রহের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং জেলার সিনিয়র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হবে।
পিরোজপুর জেলা সভাপতি ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস্ পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগর সভাপতি এবিএম মাসুদ করিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপি এর কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব পিরোজপুর ১ আসনের সাবেক এমপি প্রার্থী মেহেদী হাসান রনি ।
পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ন্যাশনাল পিপলস্ সেচ্ছাসেবক পার্টির বানারীপাড়া ও বরিশালের সভাপতি সৈয়দ অলিউল ইসলাম, বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী সুজন,বানারীপাড়া সাধারণ সম্পাদক সুমন তালুকদার, স্বরূপকাঠি পৌর সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিন্টু মিয়া,জলাবাড়ি ইউনিয়ন সভাপতি আব্দুল আউয়াল, পৌর সাংগঠনিক সম্পাদক রাজিব প্রমুখ।