January 14, 2025, 11:03 pm
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য আশরাফ আলী যাচাই বাছাই থেকে বাদ পরেছে।
এবারের ম্যানেজিং কমিটি নির্বাচনে ১৬ টি আবেদন জমা পরে। তার মধ্যে ১৫টি আবেদন বৈধ বিবেচিত হলেও অভিভাবক সদস্য পদে আশরাফ আলী আবেদন ফরম ক্রমিক নং এ ১০ ও ১১ প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর বা টিপ সই না থাকার কারনে যাচাই বাছাই থেকে বাদ পরেছে বলে জানিয়েছেন করেছেন সদর উপজেলার শিক্ষা অফিসার নিলুফার জাহান।
এদিকে সাংবাদিকরা রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের নিউজ কভারের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় মন্ডলের কাছে তথ্য চাইলে তথ্য দিবেনা জানিয়ে তথ্য বই কিনে নেয়ার পরামর্শ দিয়ে কোন তথ্য না দেয়ার ঘোষনা দেন।
তবে মনোনয়ন পত্রের বৈধতা চেয়ে আপিল করবেন বলে জানিয়েছেন মনোনয়পত্র বাতিল হওয়া আশরাফ আলী।
শিক্ষা অফিসার নিলুফার জাহান জানান, আপিল করার কোন আইন আছে কিনা আমার জানা নেই তবে সংশোধন বই দেখে বলা যাবে, তখনই বিদ্যায়য়ের প্রধান শিক্ষক অফিস কক্ষ থেকে একটি বই নিয়ে আসে, এবং বই দেখে তিনি বলেন আপিল করার সুযোগ আছে বলে জানান।
শিক্ষা অফিসার বইটি পর্যলোচনা করা শেষে এক সাংবাদিক বই টির ছবি তোলার জন্য প্রধান শিক্ষকের কাছে অনুমতি চাইলে, প্রধান শিক্ষক হৃদয় কৃঞ্চ মন্ডল সাংবাদিককে বইয়ে ছবি তোলা যাবেনা জানিয়ে বই কিনে নিয়ে কথা বলেন।
এর কিছুক্ষন পরেই সেই একই বইয়ের ছবি তোলার জন্য বহিরাগত এক লোক অনুমতি দেন প্রধান শিক্ষক হৃদয় কৃঞ্চ মন্ডল। এতে বিষয় পরিস্কার হয় যে বিদ্যালয়টি প্রধান শিক্ষক নিরর্পেক্ষ ভাবে নির্বাচনের দ্বায়িত্ব পালন করছে না। একপক্ষের হয়ে কাজ করছেন।
এছাড়াও সংবাদ সংগ্রহের জন্য কতব্যরত সাংবাদিকদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃঞ্চ মন্ডল সদর উপজেলার শিক্ষা অফিসার নিলুফার জাহানের উপস্থিতে বিদ্যালয় বাচাই বাছাই তথ্য দিতে অনিহা প্রকাশ করেন। বিদ্যালয়ের নিবার্চনের ধারা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন নিবার্চিত বইটি বাজার থেকে কিনে নিন।