January 15, 2025, 10:33 am
বি এম মনির হোসেনঃ-
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শারদীয় দূর্গা পূজা। আজ ৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় বরিশাল মহানগরীর গৌরী মঠ মন্দির, অমৃত লাল দে পারিবারিক মন্দির ও মনসা মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল, শাহ মোঃ রফিকুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। শুরুতে জেলা প্রশাসক মহানগরীর গৌরী মঠ পূজা মন্ডপ পরিদর্শন করেন এসময় পূজা মন্ডপের সভাপতি ও কমিটির সদস্যরা জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার কে ফুলেল শুভেচছা জানান। সেখান থেকে জেলা প্রশাসক অমৃত লাল দে পারিবারিক পূজা মন্ডপ ও মনসা মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি পূজার আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন এবং পাশাপাশি প্রতিটা মন্দির কমিটির সদস্যদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।