February 15, 2025, 5:31 pm
নিজস্ব প্রতিনিধিঃ৷ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে দৈনিক আজকের চট্টগ্রাম পত্রিকা। আলোচনাসভা ও কেককাটার মধ্য দিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দৈনিক আজকের চট্টগ্রাম পত্রিকায় ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১লা অক্টোবর) বেলা ১২ টায় উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট দস্তরখানা রেস্তোরাঁয় এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
অনুষ্ঠানে দৈনিক আজকের চট্টগ্রাম পত্রিকার প্রতিনিধি ও চন্দনাইশ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক
মোঃ আমিন উল্লাহ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি ( দৈনিক যুগান্তর প্রতিনিধি) আবিদুর রহমান বাবুল। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (দৈনিক দেশ রূপান্তর ও সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি) মো. নুরুল আলম।
চন্দনাইশ প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক (কোয়ালিটি টিভি প্রতিনিধি) এমএ হামিদ ও সাংগঠনিক সম্পাদক (সিপ্লাস টিভি প্রতিনিধি) মোঃ ফয়সাল চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি (দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি) আবু তালেব আনচারী, প্রবীণ সাংবাদিক (দৈনিক ইত্তেফাক প্রতিনিধি) আবু তোয়াব, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক (দৈনিক যায়যায়দিন প্রতিনিধি) মোহাম্মদ কমরুউদ্দিন, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের যুগ্ম সম্পাদক (প্রতিদিনের সংবাদ) মোঃ খালেদ রায়হান, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের প্রচার সম্পাদক (দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি) মোঃ ওমর ফারুক প্রমুখ।
আলোচনা সভায় দৈনিক আজকের চট্টগ্রামকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, বিশ্বায়নের যুগে বস্তুনিষ্ঠ তথ্য বা সংবাদ পরিবেশন করে দৈনিক আজকের চট্টগ্রাম আমাদের আশা পূরণ করে চলেছে। দৈনিক আজকের চট্টগ্রামের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।
দৈনিক আজকের চট্টগ্রাম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হাসান আল মাসুদ,
দস্তরখানা রেস্তোরাঁর চেয়ারম্যান মোঃ মনজুর মোরশেদ, দস্তরখানা রেস্তোরাঁর পরিচালক তাসলিম হোসেন ফাহিম, উপজেলা ছাত্রলীগ নেতা যথাক্রমে সিরাজুল কাফি চৌধুরী, সিরাজুল হক সাকিব, তানভীর ইসলাম রিয়াদ সহ এছাড়া এই অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক আজকের চট্টগ্রামের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অন্যান্য অতিথিরা বলেন, দৈনিক আজকের চট্টগ্রাম পত্রিকা প্রতিষ্ঠালগ্ন থেকেই পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে। যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করবে বলে তাদের বিশ্বাস। সত্যই পত্রিকাটি সাধারণ মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তাদের অবস্থানকে সুদৃঢ় করবে।
ছবির ক্যাপশনঃ চন্দনাইশে দৈনিক আজকের চট্টগ্রাম পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটছেন অতিথিবৃন্দ।