March 27, 2023, 8:47 pm
এম এ আলিম রিপনঃ সুজানগরে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সাতবাড়ীয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এবং ২০২২-২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও থানার ওসি আব্দুল হাননান। অন্যদের মাঝে বক্তব্য দেন সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।