January 14, 2025, 11:45 pm
ষ্টাফ রিপোর্টারঃ
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ জয়ী দলের ময়মনসিংহের ধোবাউরা উপজেলার কলসিন্ধুর এলাকার ৮ ফুটবলার শুক্রবার সকালে জেলা পুলিশ কর্তৃক সংবর্ধনা শেষে নিজ এলাকায় ফিরেছেন।
শুক্রবার বিকাল ৩.৩০ টার দিকে ময়মনসিংহ থেকে সড়কপথে নিজ গ্রামে যাওয়ার পথে তারা তারাকান্দা উপজেলায় পৌছলে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
ফুটবলারদের শুভেচ্ছা জানিয়ে ইউএনও মিজাবে রহমত বলেন,
‘তোমরা বৃহত্তর ময়মনসিংহের গর্ব। আমাদের মেয়েরা সাফ জয় করে ঘরে ফিরেছে। এটা আমাদের সবার গর্ব। দুর্গম জনপদে বেড়ে উঠেও ময়মনসিংহ তথা দেশবাসীর মুখ উজ্জ্বল করেছো। সেজন্য তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম সহ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।