February 15, 2025, 7:11 am
রিপোর্ট!! সুমন তালুকদার গৌরনদী।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য রাজু আহম্মেদ হারুন হাওলাদার। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
২৯ সেপ্টম্বর বৃহস্পতিবার দুপুরে তিনি স্বপরিবারে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন এবং তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার রুহের মাগফেরাত কামনায় আল্লাহর কাছে দোয়া চান।
আগামী ১৭ই অক্টোবর সারা বাংলাদেশের ৬১ টি জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এরইমধ্যে যারা যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের নাম গত ২৬ সেপ্টেম্বর সরকারিভাবে ঘোষণা করা হয়।
তাদের মধ্যে বরিশাল জেলা পরিষদের ৯ নং ওয়ার্ড তথা গৌরনদী উপজেলা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন রাজু আহম্মেদ হারুন হাওলাদার। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পেরে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বরিশাল ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (মন্ত্রী পদমর্যাদায়) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
রাজু আহম্মেদ হারুন হাওলাদার এর আগেও বরিশাল জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বিগত ৫ বছর সততার সাথে দায়িত্ব পালনের কারণে আবারো তাকে সদস্য হিসেবে পেয়ে এই অঞ্চলের সাধারণ মানুষ ও তার পরিবারের লোকজনও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বঙ্গবন্ধুর কবর জিয়ারত ও তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর তিনি স্বপরিবারে বাগেরহাট খানজাহান অলীর মাজারে যান , সেখানে তিনি আল্লাহর এই অলির রওজা মোবারক জিয়ারত করেন। এ সময় তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণবঙ্গের গণমানুষের নেতা আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহর পরিবারের জন্য দোয়া করেন।