March 16, 2025, 9:46 pm
মো;বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি ;পঞ্চগড় বোদা উপজেলা মানিকপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পঞ্চগড় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিলে বনোগ্রাম শিকারপুরের মোঃ হুমায়ুন কবিরের ছেলে নিষাদ হোসেন ২৩ উক্ত পদে দরখাস্ত করে এবং বিদ্যালয়ের উন্নয়নের জন্য জমি সহ নগদ টাকা প্রদান করেন স্কুল কমিটির সদস্য সাজাদুর রহমান সাজু নিকট টাকা দেওয়ার পর অন্য জনকে নিয়োগের পাঁয়তারা চলছে মর্মে ।সেই থেকে তালবাহানা শুরু হয় কমিটির সদস্যরা ভুক্তভোগী নিশাত বিষয়টি বুঝতে পেরে
ভুক্তভোগী নিশাত বিজ্ঞ আদালতে মামলা আমলী আদালত বোদা তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন যাহার মামলা নং জানা যায় ৮১৯/ ২২ তারে ধারাবাহিকতা মামলা চলাকালীন গতকাল ২৭/৯/২২
আমলী আদালত বোদা ৩ বিজ্ঞ বিচারক মহোদয় এস এম মাহবুব ইসলাম মামলার অভিযুক্ত সাজাদুর রহমান সাজু কে শ্রীঘরে পাঠান।
এ বিষয়ে বাদীর অ্যাডভোকেট আব্দুল কুদ্দুসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমার বাদির নিকট ৫ লক্ষ টাকায় চাকরি দেওয়ার কথা বলে চাকরির না দিয়ে বিশ্বাস ভঙ্গ করে বিজ্ঞ বিচারক মহোদয় কাছে ন্যায় বিচার আশা করছি।