February 15, 2025, 5:27 pm
মোংলা প্রতিনিধি
দূর্বাঘাসের ওপর জমে থাকা মুক্তোদানার মতো শিশির বিন্দু প্রকৃতিতে শরতের আগমনী বার্তা জানাচ্ছে। বছর ঘুরে আবারও এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। তাই তো প্রিয় দেবীকে স্বাগত জানাতে এরই মধ্যে সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছেন মোংলার সনাতন ধর্মাবলম্বীরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা মোংলায় চলতি বছর ৩৪ টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। পূজা শুরু হতে বাকি আর মাত্র কয়েক দিন, তাই তো মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরি, সাজসজ্জার মহাযজ্ঞ। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন’র পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেয়ার কথা জানানো হয়েছে। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের আশাবাদ হিন্দু নেতারাসহ সংশ্লিষ্ট সবার। মোংলা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মণ্ডপে মণ্ডপে দুর্গাপ্রতিমা প্রস্তুত করায় ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিমাশিল্পীরা নিজেদের সাধ্যের সবটুকু উজাড় করে রং-তুলির আঁচড়ে তাদের পরম আরাধ্য দেবীকে দৃষ্টিনন্দন করে তুলতে কাজ করছেন। অন্যদিকে দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে পূজা উদযাপন কমিটির সভাপতি পিযুষ কান্তি মজুমদার বলেন, পহেলা অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়ে ৫ অক্টোবর বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এ বছর উপজেলায় ৩৪ টি মন্ডপে অনুষ্টিত হবে শারদীয় এ উৎসব। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতায় সুন্দরভাবে পূজা উদযাপনের ব্যাপারে আমরা আশাবাদী।