January 15, 2025, 9:47 am
বি এম মনির হোসেনঃ-
বরিশালের গৌরনদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে ৭৯টি পূজা মন্ডবে প্রতিটি পূজা মন্ডবে ৫০০ কেজি করে মোট
সাড়ে ৩৯ মেট্রিক টন চাল ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ নিজস্ব তহবিল থেকে নগদ ৫ হাজার করে মোট ৩ লক্ষ ৯৫ হাজার টাকা পপ্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, ইউপি চেয়ারম্যানসহ সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, আব্দুর রাজ্জাক হাওলাদার, ফারুক হোসেন মোল্লা, গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক সহিদুল ইসলাম,
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক কৃষ্ণ কান্ত দেসহ অন্যান্যরা। শেষে পূজা মন্ডবে সভাপতি ও সাধারন সম্পাদকের নিকট অনুদানের টাকা প্রদান করা হয়।