February 15, 2025, 5:40 pm
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
জয়পুরহাটের আক্কেলপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করেছেন উপজেলা আওয়ামী লীগ,সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে পবিত্র কোরআন তেলোয়াত,দোয়া মাহফিল,র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী’র সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের প্রবীণ আওয়ামী নেতা ও আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ খাঁজা সামসুল আলম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিক মাহ্ফুজা সুলতানা মলি,জেলা আওয়ামীলীগের সদস্য হাফিজার রহমান,আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির এপ্লব,আক্কেলপুর পৌরসভার মেয়র মো.শহীদুল আলম চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিঠু,সাবেক আওয়ামী নেতা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ- আতিকুজ্জামান মুন,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ উপজেলা,পৌর ও পাঁচটি ইউনিয়নের সকল সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা।
আলোচনা সভা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পেছনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নামে ক্রয়কৃত জমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়।