January 14, 2025, 11:45 pm
মোঃ কাউছার ঊদ্দীন শরীফ ঈদগাঁও ঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা থেকে রুমানা (২৯) নামের এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করেছে ঈদগাঁও থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
রবিবার রাত ২৫ সেপ্টেম্বর রাত ১২ টার দিকে ঈদগাঁও বাস স্টেশন এলাকায় পুলিশ অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত রুমানা (প্রকাশ রুমা) উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভিলেজারপাড়া দুদু মিয়ারঘোনা নামক এলাকার বাসিন্দা মোঃ ইলিয়াছ এর স্ত্রী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম স্যারের নেতৃত্ত্বে এসআই মোঃ গিয়াস উদ্দিন,এএসআই মোঃ ইব্রাহিম মিয়া, সঙ্গীয় ফোর্স ঈদগাঁও থানা এলাকার ঈদগাঁও বাসষ্টশনের ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়।এ সময় একটি কালো ব্যাগের ভিতর নীল পলিথিনে রক্ষিত ০১(এক) কেজি গাঁজাসহ আটক করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হালিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,মাদকসহ গ্রেফতারকৃত রুমানার বিরুদ্ধে বাদীর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১)এর সারনি ১৯(ক) রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।