February 15, 2025, 5:04 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভাসমান কৃষি আধুনিক প্রযুক্তি কৃষি প্রশিক্ষণ উদযাপিত হয় ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণ া সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প (বাড়ি অংশ) আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রহমতপুর বরিশাল উক্ত মাঠ দিবসে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক উপস্থিত ছিলেন এ সময় কৃষকদেরকে ভাসমান বেডে বিভিন্ন সবজিও মশলা চাষ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। উক্ত মাঠ দিবসের প্রশিক্ষণ প্রদান করেন প্রধান অতিথি
ডাঃ বিমল চন্দ্র কুন্ডু
শস্য বৈজ্ঞানিক কর্মকর্তা আর এ আর এস, বরিশাল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার প্রকল্প পরিচাল ক ভাসমান কৃষি প্রকল্প আর এ আর এস, বরিশাল।বিশেষ অতিথি ডাঃ মোঃ গোলাম কিবরিয়া প্রধান বৈজ্ঞানিক ডাঃমোঃ আমিনুর রহমান প্রধান বৈজ্ঞানিক ডাঃমোঃ মাহবুবুর রহমান আর এ আর এস, বরিশাল। এ সময় মোট ১০০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়। এর সাথে কৃষকদের কে নিয়ে মাঠ পরিদর্শন করে মাক দিবস পালন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম, আকাশ হাওলাদার ও আলামিন বেপারী ।