September 17, 2024, 3:21 pm
মো বাবুল হসেন পঞ্চগড়।।
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নে টেনশন মার্কেট সংলগ্ন গরে উঠেছেন গাড়লের খামার খন্দকার জানে আলম নামে ওই ব্যক্তি গাজীপুর দেখে শখের বশে কয়েকটি গাড়ল পঞ্চগড়ে প্রথম নিয়ে আসেন গাজীপুর থেকে ক্রয় করে নিয়ে এসেছিলেন সখের বসে এই প্রাণীটি এখন প্রায় ৩০থেকে ৩২টির মত গাড়ল রয়েছে বছরে দুই বার করে বাচ্চা দেয় মধ্যে কয়েকটি কদিনের মধ্যে বাচ্চা দিবে বলে জানান মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় দুম্বার মত দেখতে গাড়ল আমিষ জাতীয় অত্যন্ত সুস্বাদু মাংস গাড়ল প্রাণী খামার করে প্রত্যন্ত গ্রামে গাড়ল খামার করে আজ তিনি স্বাবলম্বী।
মো বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি।