December 5, 2023, 3:09 pm
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বের) সকাল ১০ টায় ক্ষেতলাল উপজেলা কনফারেন্স রুমে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আসন্ন শারদীয় দূর্গা পুজা-২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ ওসি রওশন ইয়াজদানী, ক্ষেতলাল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম সরদার, উপজেলার পুজা কমিটির সভাপতি ও সেক্রেটারীগণ সহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।