February 15, 2025, 7:54 am
আব্দুল হামিদ।
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে আমুয়াটা দাখিল মাদরাসায় নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে শতাধিক এলাকাবাসী উপস্থিত হয়ে এই মানববন্ধনে অংশ নেন।
আবু সাইদ, আমান আলী, আজিজ তালুকদারসহ মানবন্ধনে অংশ নেওয়া লোকজন জানান, আমওয়াটা মাদরাসায় সহকারী সুপার, নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে লোক নিয়োগ প্রক্রিয়া চলমান। এই লোক নিয়োগের ক্ষেত্রে অর্থের বিনিময়ে তাদের পছন্দের লোকজন নিয়োগ দিচ্ছেন ওই মাদরাসার সভাপতি চান মিয়া ও সুপার মো. শাহাদত হোসেন। ঘন্টাব্যাপি মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে স্থানীয় বাসিন্দা মো. মোসলেম উদ্দিনের নিকট থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন বলে দাবি তোলেন। তারপরও তার স্রীকে নিয়োগ না দিয়ে এর চেয়েও বেশি টাকার বিনিময়ে লোক নিয়োগ দিচ্ছেন বলে অভিযোগ তোলেন তারা।
উল্লেখ্য শনিবার চাপড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আমুয়াটা দাখিল মাদরাসার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে আমুয়াটা দাখিল মাদরাসার সভাপতি চান মিয়ার সহিত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কারণ দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।