March 25, 2025, 11:01 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার দায়ে মোস্তাফিজুর রহমান নামে এক অধ্যক্ষ সহ মিজানুর রহমান নামে এক সহকারী শিক্ষককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দীগঞ্জ ফাজিল মাদ্রাসায় তাদের এই জরিমানা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
জানা যায়, অভিযুক্ত মোস্তাফিজুর রহমান কালান্দীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান মাগুরমারি চৌরাস্তা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কালান্দীগঞ্জ ফাজিল মাদ্রাসায় পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা ভঙ্গ করে ওই দুই শিক্ষক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। একই সাথে কেন্দ্রে তাদের কোন দায়িত্ব না থাকায় পাবলিক পরীক্ষা আইনে ভ্রাম্যমান আদালতে তাদের ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।একই সাথে তাদের সচেতন করা হয়।