December 4, 2023, 12:32 pm
পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি : রবিবার ১৮ সেপ্টেম্বর সকালে পাথরঘাটার তাফলবাড়িয়া গ্রামের জেলে মোশারেফের মৃতদেহ দাফন দেয়া হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঝুঁকি নিয়ে ইলিশ শিকারে গিয়েএক সপ্তাহ আগে নিখোঁজ পাথরঘাটার মোশারফ হোসেন শরিফ (২৫)এর মৃতদেহটি পাওয়া পার্শ্ববর্তী উপজেলা তালতলীর ছখিনা এলাকায়।
গত ১১সেপ্টম্বর বৈরীআবহাওয়ায় বঙ্গোপসাগরের পঙ্খিদিয়া নামক স্থানে ট্রলার থেকে সমুদ্রে পরে নিখোঁজ হন মোশারেফ শরীফ। প্রায় এক সপ্তাহ পরে তার মরদেহের খোঁজ মিললে পরিবারে এবং এলাকায় নেমে আসে শোকের ছায়া।
মৃত মোশারেফ পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের শহিদ শরিফের ছেলে।
মোশারফের ভাই জাফর জানায়, তালতলীর ছখিনা এলাকার লোকজন ফাতরার জঙ্গলে মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেনকে খবর দেন। ওই ইউপি সদস্য আমাদের জানালে শনিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত একটার দিকে ওই এলাকায় গিয়ে আমার ভাইয়ের মৃতদেহ চিন্হিত করে বাড়ি নিয়ে আসি।
জানা যায়, ১১ সেপ্টেম্বর দুপুরের দিকে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে জালসুতো জড়িয়ে যায়। ওই জাল টেনে তুলতে মোশারফ সমুদ্রে নামলে হঠাৎ জলস্রোতে তিনি ভেসে যান বলে সহযোগী জেলেরা জানায়।
চরদুয়ানী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল বলেন, মোশারফের মরদেহ শনাক্ত করেছে তার পরিবার। আজ সকালে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উপার্জন সক্ষম বক্তিটিকে হারিয়ে পরিবারটি আসোলে চরম অসহায় হয়ে পরলো।
অমল তালুকদার।।