April 22, 2025, 6:01 am
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে রয়েছে অসাম্প্রদায়িকতার নজীরবিহীন উদাহরণ। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারো বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অনুষ্ঠিত হলো সামাজিক সম্প্রীতি সমাবেশ। ১৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ০৩:০০ টায় আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, বাংলাদেশ আওয়ামী লীগ আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি বাবু সুনীল কুমার বাড়ৈ, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার , উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মিসেস এলিনা জাহিন,বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, রত্নপুর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা সরদার,গৈলা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদারসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।