October 14, 2024, 11:45 pm
এম এ আলিম রিপন,সুজানগর ঃ সুজানগরে নি¤œ আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে ৩ ধরনের পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি)। সুজানগর পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রাকে করে পণ্য বিক্রি করছে টিসিবি ডিলাররা। বৃহস্পতিবার বেলা ১২টায় সুজানগর পৌরসভায় এই কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সুজানগর পৌরসভার ২ হাজার একশত বাইশটি পরিবার সহ উপজেলার ১০টি ইউনিয়নের ১৭ হাজার ছয়শত সতেরোটি পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে টিসিবি ডিলারদের কাছ থেকে পণ্য কিনতে পারবেন। ৪ জন ডিলার উপজেলার বিভিন্ন এলাকায় এ সকল পণ্য বিক্রি করবেন। এদিকে লাইনে দাঁড়িয়ে কম মূল্যে টিসিবির নিত্য পণ্য চিনি,মসুর ডাল ও সয়াবিন তেল কিনতে পেরে খুশি নি¤œ আয়ের মানুষেরা। তবে ডিলার সংখ্যা বাড়িয়ে দেয়ার দাবি জানিয়েছেন গ্রাহকেরা। আর গ্রাহকের সুবিধার্থে পণ্যের পরিমাণ বাড়িয়ে দেয়ার দাবি করেছেন টিসিবির ডিলারেরা। উদ্বোধনকালে সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের কোন মানুষ না খেয়ে মরবে না । দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে সরকার। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।