December 7, 2024, 7:29 am
বি এম মনির হোসেনঃ-
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় আগৈলঝাড়ায় ৩৮জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২হাজার ১শ ২১জন। বাংলা প্রথম পত্রে উপজেলার ৮টি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তায় নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন সকালে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও গৈলা মাদ্রাসা কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষ কেন্দ্র পরিদর্শন করেছেন। কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রে ২৪৫জন, শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৮৭জন, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৭৪জন, বাশাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৪৫জন, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৯০জন,বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৩৮০জন পরীক্ষার্থী পরীক্ষায় গ্রহণ করে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে গৈলা দাখিল মাদ্রাসায় ১৫৯জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৭১জন পরীক্ষার্থীসহ মোট ২১২১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। প্রথম দিনে বাংলা পরীক্ষায় ৩৮জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।