April 29, 2025, 8:16 am
(রিপন ওঝা,মহালছড়ি)
আজ ১৩সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিওনের মহালছড়ি সেনা জোন সদরে নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া,পিএসসি ও আমন্ত্রিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় জোন কমান্ডার নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি ও আমন্ত্রিত অতিথিগণদের সাথে সংক্ষিপ্ত ব্যক্তিগত পরিচিতিমূলক বক্তব্য শেষে সকলের সাথে কুশলাদি বিনিময় করেন।
উক্ত সভায় ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ- অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমিন, মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ধনিষ্টা চাকমা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রমুখ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতঃপর সকলের সার্বিক সহযোগিতা ও মঙ্গল কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে জোনের সার্বিক কল্যান ও নিরাপত্তা নিশ্চিতকরনের বিষয়ে আশ্বস্ত করেন। প্রতিত্তোরে সভায় উপস্থিত অতিথিবৃন্দ মহালছড়ি জোনে শান্তি সম্প্রীতি উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদানের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।