March 18, 2025, 1:22 pm
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
জয়পুরহাট সদরে ৪,৬২০ মিলি; বিভিন্ন ধরনের বিদেশি মদ ও মাদক সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে৷
শনিবার (১০সেপটম্বর) বিকেলে ৩টার সময় খঞ্জনপুর এলাকা থেকে আটক করে জয়পুরহাট জেলা ডিবি পুলিশ।
আটককৃত, নওগাঁ জেলার সুলতানপুর কালীতলা গ্রামের অজিত চন্দ্র মহন্ত্রহের ছেলে শ্রী পাপ্পু মহন্ত(২৫) কে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ডিবি পুলিশের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার সদর থানাধীন পৌরসভার অন্তর্গত খঞ্জনপুর এলাকা হতে ( চার হাজার ছয়শত বিশ) মিঃলি বিদেশী মদসহ আটক করা হয়৷
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে৷