September 13, 2024, 6:20 pm
রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন । —
গতকাল ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার বিকেল ৪.৩০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৫২ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি রানা মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
গীতিকার, কবি জাহিদ হোসেনের প্রাণবন্ত উপস্থাপনায় আসরে কবিতা পাঠ করেন রানা মাসুদ, মাসুদ বশীর, জাহিদ হোসেন, তাপস মাহমুদ, বিমলেন্দু রায়, মাহমুদ এলাহী মন্ডল, কুশল রায় ,প্রিতম রায়,গোলাম রাব্বানী, ফখরুল ইসলাম,নাজমুল ইসলাম, ফজলে রাব্বি, কাব্য রাসেল, রায়হান আহমেদ রিমন, সাহিদা মিলকি, পূর্ণিমা রাজ, মীরা রায়,নাসরিন নাজ, ইরশাদ জামিল, আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।
পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন, অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ।
আসরে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত শিল্পী রওশন আরা সোহেলী ও ফারহান শাহীল লিয়ন।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।