September 17, 2024, 4:34 pm
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ নূর হোসেন (নূরালী মহাজন)এর স্ত্রী ও বানারীপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আনোয়ারের মা আলেয়া বেগম গত রাত ১টা ১০ মিনিট নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আলেয়া বেগম দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালীন সময়ে তিনি স্বামী সহ তিন ছেলে,এক মেয়ে,নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মরহুমের নামাজের জানাযা আজ সকাল ১০টায় পৌর শহরের ১নং ওয়ার্ডের তার নিজ বাড়ির সম্মুখে বড় ধান চালের মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
তার জানাযায় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালে্হ মঞ্জু মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান,৫নং সলিয়াবাকপুর চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান মাষ্টার, সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, বানারীপাড়া উপজেলা বিএনপি নেতা গোলাম মাহবুব মাষ্টার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আলেয়া বেগম তিনি মরহুম খবির উদ্দিন মোল্লার জৈষ্ঠ্য কন্যা। বর্তমান বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন মোল্লা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লার এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লার বড় বোন। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা সকলে গভীর শোক প্রকাশ করেছেন।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।