November 21, 2024, 11:45 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
১৫ বছর পর বেতাগীতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন এডহক কমিটি গঠন দেবিদ্বারে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও লুটপাটের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন ১৪ কেজি গাঁজাসহ গৌরনদীতে মাদক কারবারি গ্রেফতার শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ভুরুঙ্গামারীতে বিএডিসির ইঞ্জি. আ.লীগ নেতার হাতে আলাদিনের চেরাগ ৬ দফা দাবীতে মোংলায় বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন চট্টগ্রাম থেকে এ প্রতিযোগিতায় সারা দেশে, দশের মধ্যে একজন ইমু খান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার পদোন্নতিতে বদলি জনিত বিদায় সংবর্ধনা সুজানগরের বর্ষিয়ান রাজনীতিক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল লতিফ মাস্টারকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে উপজেলাবাসী র‌্যাব-১২ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে লিটন শেখ ঢাকা হতে গ্রেফতার
পাইকগাছায় ৪ কিঃমিঃ কাঁচা রাস্তা দূর্ভোগে এলাকাবাসী

পাইকগাছায় ৪ কিঃমিঃ কাঁচা রাস্তা দূর্ভোগে এলাকাবাসী

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
পাইকগাছার হরিঢালী ইউনিয়নের দেয়াড়া গ্রামের প্রায় ৫ হাজার মানুষের চলাচলের ৪ কিলোমিটার কাঁচা রাস্তা এখনো পাকা হয়নি। রাস্তাটি দেখে মনে হতে পারে হাল চাষ করার জমি। কর্দমাক্ত রাস্তা দিয়ে চলাচলে এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। শিশু, বৃদ্ধ, প্রসূতি নারী, অসুস্থ রোগী ও মসজিদের মুসল্লিদের দুর্ভোগের শেষ নেই। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করণের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী। কিন্তু জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতে সাড়া দিচ্ছে না। রাস্তাটি হরিঢালী ইউনিয়নের রহিমপুর গ্রামের শেষ প্রান্ত থেকে দেয়াড়া গ্রাম হয়ে তালা উপজেলার জেটুয়া খেয়াঘাটে শেষ হয়েছে। এ রাস্তা দিয়ে শুধু দেয়াড়া গ্রামের মানুষই চলাচল করে না। তালা উপজেলার জেটুয়া, জালালপুর ইউনিয়নের মানুষও চলাচল করে থাকে। এ কাঁচা পথ পড়ি দিয়ে শিক্ষার্থীরা রহিমপুর মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় যাওয়া আসা করে। এই রাস্তা দিয়েই গ্রামবাসী খেতের ফসল ঘরে তোলে। এ ছাড়া ওই রাস্তা দিয়ে রহিমপুর বাজার, কপিলমুনি বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রী কেনাকাটা করতে যেতে হয় এলাকাবাসীকে। পাইকগাছা পৌর সদর উপজেলা সদর, থানা ও আদালতসহ বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য এই রাস্তা দিয়েই যেতে হয়।
দেয়াড়া গ্রামের আলিম বিশ্বাস বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর পার হলেও আমাদের এলাকার উন্নয়ন হয়নি। আমাদের এলাকা অবহেলিত থেকে গেছে। সরকার দেশে অনেক উন্নয়ন করলেও এ রাস্তাটি পাকা করণের কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।’
রহিমপুর গ্রামের সাইফুল ইসলাম জানান, চরম ভোগান্তির শিকার হয়ে এখানকার লোকজনের যাতায়াত করতে হয়। বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের ভোগান্তি বেশি। এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে শিক্ষার্থীদের জামাকাপড় ও বই খাতায় কাঁদা মেখে যায়। রাস্তাটি দ্রুত সংস্কারে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। কর্দমাক্ত রাস্তা দিয়ে চলাচলে এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় হরিঢালী ইউ আর এস এইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার জানান, বৃষ্টি হলেই এলাকার অনেক শিক্ষার্থী স্কুলে আসতে পারে না। ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানানো হলেও কোনো কাজ হয়নি।
এ বিষয়ে হরিঢালী ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকি রাজু বলেন, ‘আমার ইউনিয়নের অধিকাংশ রাস্তা ইটের সোলিং ও পিচ হয়েছে। অতি দ্রুত এ রাস্তাটি পাকা করা হবে।
পাইকগাছ উপজেলা প্রকৌশল কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘রাস্তাটি এত খারাপ আমার জানা ছিল না। চেয়ারম্যানের সঙ্গে কথা বলে রাস্তাটি পাকা করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে

প্রেরকঃ
ইমদাদুল,
পাইকগাছা,খুলনা

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD