September 13, 2024, 5:34 pm
খলিলুর রহমান খলিল ,নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ৯জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ৪জনের পরিচয় পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাত সাড়ে১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের সদর উপজেলার নিকটতম শলেয়াশাহ বাজার সংলগ্ন খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তারাগঞ্জ উপজেলার ঝাকুয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৩৫), পলাশবাড়ী গ্রামের ক্ষিতিশ চন্দ্র রায় (৪৫) সয়ার কাজীপাড়া গ্রামের পল্লিচিকিৎসক আনিছার রহমান (৪৮), নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কুন্দল পূর্বপাড়া গ্রামের মহসিন আলী সাগর (৪২)। আহতরা হলেন, লক্ষীপুর রায়পুরের নয়ন ইসলাম (২৬), কামারপুকুর এলাকার জুয়েল ইসলাম (২৭) এবং গাইবান্ধার উত্তর কিদারী এলাকার সাদেক আলী (৫৬)। দুর্ঘটনা কবলিত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ও আহত স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠছে চারপাশ। এদিকে রমেক হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই রাত ১২ টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের সদর উপজেলার নিকটতম শলেয়াশাহ বাজার সংলগ্ন খারুভাজ সেতুর কাছে সৈয়দপুরগামী জোয়ানা পরিবহনের সঙ্গে ঢাকাগামী ইসলাম পরিবহনের বাসের মধ্যে মুখোমখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। অর্ধশতাধিক আহত হন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহাবুব মোর্শেদ বলেন, ঘটনাস্থলে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা যান। এখন পর্যন্ত দুর্ঘটনায় মোট ৯জনের মৃত্যু হয়েছে। নিহত ৪ জন এবং আহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে।