February 15, 2025, 4:34 pm
পটিয়া প্রতিনিধিঃ বৃহত্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ছনহরা ষোড়শী বালা উচ্চবিদ্যালয়ে ৯ম সাধারণ ও ৮ম (ক+খ) শ্রেণির শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মান উন্নয়নে এক অভিভাবক সমাবেশ প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গনি মাইজভান্ডারির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোঃ ওছমান আলমদার, প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবদুল গনি, সহকারী প্রধান শিক্ষীকা মি. সুকৃতি রানি দে , ৯ম ও ৮ম শ্রেণি শিক্ষিকা মি. হোসনে আরা বেগম, মি. অনিমা রানি দে ও মি. আনোয়ার হোসেন। অভিভাবক সদস্য জনাব উত্তম কুমার বৈদ্য , জনাব মুজিবুর রহমান, মোহাম্মদ ইকবাল হোসেন, আবু তাহের ও অভিভাবক সদস্য ছেনোয়ারা আজম তালুকদার। আরো বক্তব্য রাখেন প্রাক্তন ইউপি সদস্য এ.টি.এম. আব্দুল মান্নান, অরুব ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মি.অলকেশ কুমার দাশ সহ আরো অনেকেই।