February 15, 2025, 7:58 am
(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি মহালছড়িতে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগ আজ ২৫ আগস্ট জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক সভার আয়োজন করা হয়েছে।
উক্ত শোকসভায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন’র সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল সভাপতিত্বে উক্ত এ শোক সভায় আলোচনা সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা তাতু।
বিশেষ অতিথি সহসভাপতি কল্যাণমিত্র বড়ুয়া, সহসভাপতি মংক্যাচিং চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ওষআ খাপাজেপ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম এবং উপজেলা পর্যায় হতে সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ, সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রিপন ওঝা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জিয়াউর রহমান।
উক্ত শোকসভায় প্রধান অতিথি বলেন যতদিন মানুষের হৃদয়ে স্পন্দন থাকবে, বিশ্বের বুকে বাংলাদেশ ও বাঙালি থাকবে- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ততদিন শ্রদ্ধাভরে উচ্চারিত হবে।
আমাদের সকলের শোককে শক্তিতে পরিণত করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ২৯৮নং আসনটি মাননীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারি সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।