December 14, 2024, 6:19 am
বানারীপাড়া প্রতিবেদক ।। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার মা লীয়া রানী সাহা (৭০) আর নেই। ২৫ আগস্ট বৃহস্পতিবার ভোর সোয়া ৪ টায় বানারীপাড়ায় ইউএনওর বাসভবনে তিনি পরলোকগমণ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এসময় তিনি
স্বামী, ২ কন্যা, ১ ছেলে, ১ নাতি ও ৪ নাতনিসহ অসংখ্য স্বজন ও গুনগ্রাহী রেখে যান। ওই দিন বিকালে খুলনা মহানগরীর রূপসা শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
এদিকে তার প্রয়াণে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা,
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্রোরা, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম ক্লাব সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, নতুনমুখ সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক, সম্পাদক মোঃ শাহজাহান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।#