December 14, 2024, 6:08 am
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃহস্পতিবার গভীর রাতে ৮নং দৌলতপুর ইউনিয়নের পূর্ব্ব হাজীপুর গ্রামের অসহায় পরিবারের ৩টি গাভী চুরি হয়েছে বলে ভূক্ত ভোগী দয়াল রায় জানায়।
জানা যায়,প্রতিদিনের ন্যায় গত ২৪/০৮/২০২২ ইং তারিখে রাত ১০ ঘটিকায় দয়াল রায় গোয়াল ঘর তালা লাগিয়ে ঘুমোতে গেলে ঐ রাতেই ২৫/০৮/২০২২ ইং তারিখে আনুমানিক রাত ২ঃ৩০মিনিটে গোয়াল ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ঘরের কাছে গিয়ে দেখেন দয়ালরায় ও তার ভাইয়ের গরু ঘরে নেই।ঐ রাতেই এলাকার লোকজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে ও কোথাও পাননি।
এবিষয়ে দয়াল রায় সাংবাদিক কে জানান আমি ৮নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সহযোগে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।এ বিষয়ে ডিউটি অফিসার এসআই রোজিনার সাথে কথা হলে সাংবাদিক কে জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।