February 15, 2025, 7:29 am
মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টারঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩নং জোনাইল ইউনিয়নে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ চত্বরে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
৩নং জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের যৌথ উদ্যোগে জনসভা ও দোয়া মাহফিল এবং তাবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ সোমবার( ২২ আগষ্ট) বিকাল ৪টায় জোনাইল ইউনিয়ন স্মৃতি পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ৩নং জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সুবাহান হারেজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় ও যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম -গুরুদাসপুর মাটি ও মানুষের নেতা মহান মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা নাটোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এম.পি। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শরিফুল ইসলাম রমজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মিয়াজী, বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্র্যাডঃ আলহাজ্ব মিজানুর রহমান, বনপাড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান,
৩নং জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক,বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শ্রীঃ অসিত কুমার দেব, বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান পিয়াস, ৩নং জোনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আল মামুন, যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ জোৎস্না খাতুন, ছাত্রলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন রানা(মহিন) ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ সাইদুর রহমান প্রমুখ।
সংবাদদাতা
মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার।।