July 21, 2025, 6:23 am
মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ : টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নে আব্দুল লতিফ স্মৃতি পাঠাগারের বার্ষিক চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ আগস্ট) সকালে পাঠাগারের কার্যালয় মো. আব্দুল মজিদ মাষ্টার এর সভাপতিত্বে ও মো. আব্দুল হান্নান মোরশেদ রতন এর পরিচালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো. আলমগীর হোসেন আল নেওয়াজ, প্রকল্প পরিচালক, পজীপ (বিআরডিবি) ঢাকা।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মো. শাহীদুল ইসলাম অপু, চেয়ারম্যান সলিমাবাদ ইউনিয়ন পরিষদ, ভিপি জহুরুল আমিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ, মো. রুহুল আমিন আরডিও( বিআরডিবি) নাগরপুর, মোসা. সালমা আমিন পিও(পজীপ) নাগরপুর, নাছরিন আক্তার কর্মকর্তা (বিআরডিবি) নাগরপুর, মো. ছানিয়ার রহমান খান সিনিয়র সহ-সভাপতি সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ, প্রতিযোগী, অভিভাবক, শিক্ষক মন্ডলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব নেওয়াজ ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি ‘বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি পাঠাগারে বিভিন্ন প্রকারের বই পড়ে আমরা দেশ জাতি তথা বিশ্বের অনেক অজানা তথ্য ইতিহাস জানতে পারি। বই হোক আমাদের নিত্যসঙ্গী। অজানাকে জানতে হলে আমাদের বেশি বেশি পড়তে হবে।
মোট চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার ১৭ জন বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ।
নাগরপুর, টাঙ্গাইল।